Advertisement
রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। দেয়াল ধসে ৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ধসের ঘটনা ঘটেছে তার নিচেই বেশ কয়েকজন হকার বেচাকেনা করতেন বলে জানা যায়। এছাড়া এই পথে ফুটপাথ ধরে অনেক মানুষের যাতায়াত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।