জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে আরো ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আক্রান্ত বেড়ে ৩৩৩ জন হলো।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বিআইটিআইডিতে ৩৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ৮১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ৬৫ জন চট্টগ্রামের ও ১৬ জন অন্য জেলার বাসিন্দা।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে নগরীর রাহাত্তারপুল, চকবাজার, আগ্রাবাদ, বিএমএ, হাজারী গলি, হালিশহর, কদমতলী ও পতেঙ্গার দুইজন করে রয়েছেন। এছাড়া বন্দরটিলা, বায়েজিদ, ব্যাপারীপাড়া, ডিসি অফিস, সাকেরপুল, ফ্রিপোর্ট, ফিরিঙ্গিবাজার, টেরিবাজার, এয়ারপোর্ট রোড, কাজির দেউরি, লালদিঘির পাড়, গ্রিনভিউ সোসাইটি, কর্নেলহাট, পাহাড়তলীর নোয়াপাড়া, বাচা মিয়া রোড, লালখান বাজারের পশ্চিম বাঘঘোনা, নয়া বাজারের মৌসুমি আবাসিক এলাকা, আকবর শাহ, পশ্চিম নাসিরাবাদ, পাঁচলাইশ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, দামপাড়া পুলিশ লাইন, নন্দনকানন, ছোটপুল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন করে রয়েছেন। এর বাইরে পটিয়ার ১২ জন, সাতকানিয়ার পাঁচজন, সীতাকুণ্ডের দুইজন, হাটহাজারীর দুইজন, রাঙ্গুনিয়ার দুইজন ও লোহাগাড়ার একজন আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন। মারা গেছেন ২০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।