চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে একটি কনসার্টে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কনসার্ট চলাকালে কয়েকজন যুবক শেখ হাসিনার নামে ও ‘জয় বাংলা’ স্লোগান দিলে সেখানে উপস্থিত বিএনপি-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কনসার্টস্থলে ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়।
গুলিবিদ্ধ মো. শরিফ (২৩) খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, “গুলিবিদ্ধ শরিফকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে পাঠান।”
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে ‘স্লোগান নয়, বরং কিছু উচ্ছৃঙ্খল যুবক ভাঙচুর করলে’ পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, “হোন্ডা আয়োজিত ওই অনুষ্ঠানে কনসার্টের অনুমতি ছিল না। সেখানে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। কয়েকজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কনসার্টে ব্যান্ডদল আর্টসেল মঞ্চে উঠলে দুইটি গান পরিবেশন করে। এরপরই আজানের আগে স্লোগান নিয়ে বিশৃঙ্খলা শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।