জুমবাংলা ডেস্ক : নগরীতে এবার করোনা উপসর্গ নিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হলো। বুধবার নগরীর বন্দর থানার মুনিরনগরে নিজ বাসায় মারা যান মো. হোসেন মুরাদ (৫২)।
তিনি মুনিরনগর ওয়ার্ড (সাংগঠনিক) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। স্থগিত চসিক নির্বাচনে তিনি ৩৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান তিনি জ্বরের সাথে শ্বাসকষ্টে ভুগছিলেন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চারদিন আগে তার নমুনা নেওয়া হয় তবে ফল এখনো আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।