চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে ১১ জন আক্রান্ত

প্রতীকী ছবি

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ১১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।

চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১১ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭ জন এবং দুই উপজেলার ৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ৩ জন ও ফটিকছড়িতে একজন রয়েছেন। এতে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৪৮৯ জনে। গতকাল শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ০ দশমিক ২৩, বিআইটিআইডি’তে ০ দশমিক ৯৫, চবি’তে ১২, ইম্পেরিয়াল হাসপাতালে ০ দশমিক ২৫ ও এপিক হেলথ কেয়ারে ১০ শতাংশ এবং চমেকহা, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ০ শতাংশ। সূত্র: বাসস