জুমবাংলা ডেস্ক: করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন দুইজন শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৬১ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এতথ্য জানায়।
এতে জানা যায়, বেসরকারি পাঁচ পরীক্ষাগারে গতকাল রোববার চট্টগ্রামের ১২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে দুইজন। তারা শহরের বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৪৫ জন।
আক্রান্তদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ১০৬ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় শহর ও গ্রামে কেউ মৃত্যুবরণ করেনি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।