চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মৃত ১, দশ উপজেলায় নেই নতুন রোগী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে ১০টিতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা রোগি শনাক্ত হয়নি। এ সময় জেলায় ভাইরাসের সংক্রমণ হার আরো কমে ৬ শতাংশের নিচে নেমেছে।

করোনার প্রথম ঢেউ থেকে পূর্ণমাত্রায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হওয়ার পর একদিনে একসাথে দশ উপজেলায় রোগি না থাকার নজির এটাই প্রথম।

গত ২৪ ঘন্টায় নগরী ও চার উপজেলায় জীবাণুর সংক্রমণ ঘটে ৮২ ব্যক্তির শরীরে। সংক্রমণ হার ৫ দশমিক ৫৩ শতাংশ। শহরের এক রোগির মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।