চট্টগ্রামে নতুন করে ২৯৬ জন পজিটিভ

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৬ জন ক‘রোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১৪ দশমিক ৫২ শতাংশ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর ও নগরীর এগারো ল্যাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ২ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ২৯৬ জনের মধ্যে চট্টগ্রাম শহরের ২৬৩ ও উপজেলার ৩৩ জন। উপজেলার ৩৩ জনের মধ্যে হাটহাজারীতে ১১, রাউজানে ৮, আনোয়ার ও পটিয়ায় ৫ জন করে, রাঙ্গুনিয়ায় ৩ জন এবং মিরসরাইয়ে ১ জন রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে শহরের ৭৫ হাজার ৬১৪ ও গ্রামের ২৮ হাজার ৫৭৪ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৫ জনই রয়েছে। এতে শহরের ৭২৫ ও গ্রামের ৬১০ জন।