জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে নিম্নমানের মেডিক্যাল সামগ্রী বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় ও আন্দরকিল্লায় অভিযান চালিয়ে রওশন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এবং ওষুধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারি পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার সময় প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় অসাধু ব্যাবসায়ীরা নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহারে রোগীদের মধ্যে ভুল বার্তা যাওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
যারা নিম্নমানের সামগ্রী বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।