
চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই নেতা—যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও কৃষি বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার—কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) গোলাম ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, রবিবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মেহেদীবাগের বাসা থেকে প্রদীপ কুমার দাশ ও খুলশী আবাসিক এলাকা থেকে গোলাম ফারুক ডলারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর বলেন,“রবিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার সকালে গোলাম ফারুক ডলারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
অন্যদিকে, চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান,“প্রদীপ দাশকে সিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) মেহেদীবাগের একটি বাসা থেকে গ্রেপ্তার করে চকবাজার থানায় হস্তান্তর করেছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



