জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িস্থ আলমাস সিনেমার পাশে অবস্থিত হ্যাং আউট নামে একটি পুল (জুয়ার আসর) এ পুলিশ অভিযান চালিয়েছে।
Advertisement
এসময় কোন প্রতিষ্ঠানটির মালিক গোলাম রসুল বাবুলের ছেলেসহ ২ জনকে আটক করেছে।
আজ শুক্রবার রাত ৯টার দিকে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযাান চালায়। তবে অভিযানে বাইরের কোন গ্রাহককে পুলিশ পায়নি।
প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন পুল খেলা (জুয়া) চালিয়ে আসছিল।
ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আমরা প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুল খেলায় যারা ছিল তারা পালিয়ে গেছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য মালিকের ছেলে ও এক কর্মচারীকে আটক করেছি। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।