জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেলায় স্থাপন করা হচ্ছে দুই হাজার ৩৪০ বর্গফুটের বঙ্গবন্ধু কর্নার। মেলা আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ জামাল আহমেদ এসব তথ্য জানান।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলনে সৈয়দ জামাল আহমেদ জানান, অন্যান্য বছরের মতো এবারও নগরীর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। চার লাখ বর্গফুটের এই মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ১১৫টি গোল্ড স্টল, ২৮টি মেগা স্টল, আটটি ফুড স্টল, পার্টনার কান্ট্রি থাই জোন ও চারটি আলাদা জোন নিয়ে ৪৭০টি স্টলে ৪০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
তিনি আরও বলেন, ‘এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে মুজিববর্ষ পালন করা হবে। তাই মেলায় দুই হাজার ৩৪০ বর্গফুটের বিশাল জায়গা নিয়ে একটি আধুনিক বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। এই কর্নারে জাতির জনকের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকচিত্র প্রদশর্নের জন্য একটি থিয়েটার রুম, একটি ভিআইপি লাউঞ্জ ও একটি কনফারেন্স রুম থাকবে।’
সংবাদ সম্মেলনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, পরিচালক একেএম আক্তার হোসাইন, অঞ্জন শেখর দাশ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।