জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মহানগরীতে মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮)।
রবিবার দিনগত রাত ও সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। দিদারুল চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মিছিলের অর্থ সহায়তাকারী বলে জানিয়েছে পুলিশ।
রবিবার মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে সংগঠনটির ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন।
ওই ভিডিওতে দেখা যায়, নগরীর প্রবর্তক মোড় এলাকায় মিমি সুপার মার্কেটের দিক থেকে ১৫-২০ তরুণ-যুবক ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে মোড়ের দিকে যান। পরে মিছিলটি প্রবর্তক মোড় হয়ে গোল পাহাড়ের দিকে চলে যেতে দেখা যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ প্রবর্তক মোড় এলাকায় মিছিল করার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ভিডিও পর্যালোচনা করে এতে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।