জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মহানগরীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে করোনা পজিটিভ শনাক্ত হওয়া এক ৬০ বছর বয়সি ব্যক্তি শুক্রবার সকালে মারা গেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে থাকা এই ব্যক্তি মারা যান।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ১১১ জনের নমুনা পরীক্ষায় মাত্র একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। নগরীর সরাইপাড়া এলাকার বাসিন্দা এই ব্যক্তিকে রাতেই বিআইটিআইডিতে আইসোলেশনে রাখা হয়। এরপর শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।
উল্লেখ্য, নগরী সরাইপাড়া এলাকায় ইতোপূর্বে একাধিক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয় এবং এর আগেও এক নারীর মৃত্যু ঘটে। এই নিয়ে শুধু সরাইপাড়াতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ জন।
এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৯ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজন ট্রাফিক কনস্টেবল রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



