ঢাকার গুলিস্তানে পুলিশের ওপর সোমবার রাতে হাতবোমা বিস্ফোরণে ‘আইএস’র দায় স্বীকারের পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে চট্টগ্রাম মহানগরীজুড়ে রেড এলার্ট জারি করেছে পুলিশ। খবর চট্টগ্রাম প্রতিদিন
নগরীর বিশেষায়িত অতিগুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিটি মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার বিকেল চারটায় এ নির্দেশনা দেওয়া হয় সিএমপির প্রত্যেক জোনের ডিসি ও ওসিদের।
সিএমপির অন্তত তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।
সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমের দেওয়া এ নির্দেশে চেকপোস্টে প্রত্যেক পুলিশ সদস্যকে বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেটসহ সকল প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া চেকিংয়ের সময় পুলিশ সদস্যদের বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে অন পজিশনে থাকার নির্দেশ আছে। তবে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের তল্লাশির ওপর জোর দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, নগরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে ব্যাপক তল্লাশি করছে পুলিশ। জোরদার করা হয়েছে পুলিশি টহল। সর্বোচ্চ সর্তকতামূলক অবস্থানে আছে পুলিশের সকল সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।