
Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের পাশ্ববর্তী এলাকায় হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মোহাম্মদ আকিব। তার বয়স হয়েছিল ২ বছর।
সে স্থানীয় বড়টিলা এলাকার শামশুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল জানান, শিশু আকিব তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ওরশের অনুষ্ঠান থেকে ফিরছিল। পথে হঠাৎ করে তারা হাতির আক্রমনের মুখে পড়ে। ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয় এবং তার বাবা শামশুল আলম আহত হন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।