জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৮৬ শতাংশ।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
গত একদিনে করোনাভাইরাস আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে পরপর গত ১৪ দিন চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।
তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮ জন নগরের আর ৩ উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জনে এসে দাঁড়িয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।