নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বহদ্দারহাট শাখার অধীনে বলিরহাট উপশাখা গত রবিবার (১২ জুলাই) চট্টগ্রামের পূর্ব ষোলশহরের খাজা রোডে উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মো. ইয়াকুব আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান মিয়া মুহাম্মদ বরকত উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুবিলি রোড শাখাপ্রধান আবুল কালাম আজাদ।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বহদ্দারহাট শাখাপ্রধান মোহাম্মদ আবদুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ এসএম খোরশেদ আলম চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।