ফাইনালে একচেটিয়া আধিপত্য বিস্তার করে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের শিরোপা ঘরে তুলল রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিমের বিধ্বংসী সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬৩ রানের বড় জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। এটি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে দ্বিতীয় বিপিএল শিরোপা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল রাজশাহী। ওপেনিং জুটিতে তানজিদ ও সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান ৩০ রানে ফিরলেও তানজিদ থামেননি। বিপিএলের ফাইনালের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি। ৬২ বলে ১০০ রানের এই ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার। এর আগে গেইল ও তামিম ইকবাল ফাইনালে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রাজশাহী সংগ্রহ করে ১৭৪ রান।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে চট্টগ্রাম। দলীয় ১৮ রানেই দুই ওপেনার নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয় প্যাভিলিয়নে ফেরেন। মির্জা বেগের ৩৯ ও জাহিদুজ্জামানের ১১ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। রাজশাহীর বোলারদের তোপে শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
এই জয়ের মাধ্যমে বিপিএলে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রাজশাহী। এর আগে ২০১৯-২০ মৌসুমে ‘রাজশাহী রয়্যালস’ নামে তারা শিরোপা জিতেছিল। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৩ বার ঢাকা এবং ২ বার করে বরিশাল ও রাজশাহী শিরোপা জয়ের স্বাদ পেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


