জুমবাংলা ডেস্ক: মেয়র পদে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার না জিতলেও তাঁর ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বিপুল ভোটের ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
মাকছুদুল আলম ‘করোনা হিরো’ নামে পরিচিত। এবারের নির্বাচনে ঠেলাগাড়ী প্রতীকে খোরশেদ ভোট পেয়েছেন ১৩ হাজার ৭৯২টি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রেডিও প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ২২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১২৭৭০ ভোট বেশি পেয়ে চতুর্থবারের মত নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলার নির্বাচিত হন তিনি।
খোরশেদ বলেন, ‘জনগণ আমাকে মূল্যায়ন করেছে। আবারও নির্বাচিত করেছে। আমি তাদের কাছে বরাবরই ঋণী। আমি যেন আমার জীবনটাকে মানুষের জন্য উৎসর্গ করতে পারি।’
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে সিটি করপোরেশনের কাউন্সিলর পদে জয় পেয়েছিলেন। এবারও জয় পাওয়ায় কাউন্সিলর পদে হ্যাটট্রিক জয় হলো খোরশেদের। এর আগে, নারায়ণগঞ্জ পৌরসভায়ও ২০০৩ সালে কমিশনার পদে জয়ী হয়েছিলন তিনি। ওই সময় থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় মরদেহ দাফন করতে টিম গঠন করেন তিনি। তার এ উদ্যোগ দেশে প্রশংসিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।