সোয়াদ সাদমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে সশস্ত্র পাহাড়ি সংগঠন ইউপিডিএফ কর্তৃক অপহরণের ঘটনায় তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
ছাত্রদলের এক বিবৃতিতে জানানো হয়, উৎসব উপলক্ষে চবির পাঁচ শিক্ষার্থী খাগড়াছড়িতে তাদের এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে এবং ফেরার পথে গুইমারা এলাকায় অপহরণের শিকার হন। এ ঘটনাকে ‘জঘন্য ও অমানবিক’ উল্লেখ করে সংগঠনটি জানায়, উৎসব শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পথে তাদের জীবন হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা নয়, পাহাড়ে সাধারণ মানুষের জীবনযাপনকেও ভয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করে ছাত্রদল।
বিবৃতিতে অবিলম্বে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ মুক্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি পাহাড়ে সক্রিয় সকল সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রিয়ভাবে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান যৌথভাবে এই বিবৃতিতে বলেন, “অপহৃত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ে অবস্থানরত সকলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সক্রিয়, দ্রুত ও ফলপ্রসূ হস্তক্ষেপ জরুরি।”
আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : গোলাম রসূল
ছাত্রদল মনে করে, পাহাড়ে শান্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ সময়ের দাবিতে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।