জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের পাশের বটম কলোনি থেকে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়। পরে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
অজগরটিকে বিজ্ঞান অনুষদের পাশের পাহাড়ের জঙ্গলে ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষণার্থী গবেষক রফিকুল ইসলাম।
তিনি বলেন, সকালে কলোনির এক বাসিন্দা কল করে বিষয়টি জানান। সাপটি ঘরের কাছাকাছি ছিল। মূলত খাবারের সন্ধানে এরা বাড়িঘরের আশপাশে মাঝে মধ্যে চলে আসে। সাপটি বার্মিজ পাইথন নামে পরিচিত। প্রায় ১১ ফুট লম্বা। ওজনে ১৩ কেজির মতো।
শুধু এটিই নয়, গতকালও উত্তর ক্যাম্পাস থেকে আরেকটি নির্বিষ দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। গত মাসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৫টি সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়েছেন রফিকুল এবং তার টিম স্নেক অ্যাওয়ারনেসের সদস্যরা। ক্রমাগত গাছ কাটা, সাপের বাসস্থান নষ্ট করা ও খাবারের খোঁজে সাপ লোকালয়ে চলে আসছে। তবে বেশির ভাগ সাপই নির্বিষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।