জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত রজত জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিকে সামনে রেখে এই রেজিস্ট্রেশন শুরু হয় গত ১১ সেপ্টেম্বর।
বিভাগের রজত জয়ন্তী মিলনমেলাকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন বিভাগের বর্তমান সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল।
রজতজয়ন্তী উদযাপন পরিষদের প্রচারণা সমন্বয়ক, বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী জানান, এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় বিভাগের সকল প্রাক্তনীরা পরিবারবর্গসহ রেজিস্ট্রেশন করতে পারবে। বর্তমান শিক্ষার্থীদের জন্য পাঁচশ টাকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য দেড় হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রাক্তনীদের স্বামী-স্ত্রীর জন্য অংশগ্রহণ ফি এক হাজার টাকা এবং তিন বছরের বেশি বয়স্ক শিশুদের জন্য ফি পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৩১ আগস্ট নগরীতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, আগামী ১৯ ডিসেম্বর চবি ক্যাম্পাসে সকালে বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২০ ডিসেম্বর নগরীতে স্মৃতিচারণ, মেজবান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। দুই দিনের কর্মসূচিতে দেশবরণ্য সাংবাদিকতার কৃতি ব্যক্তিত্ব, শিল্পপতি ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা স্ব-পরিবারে আনন্দ উৎসবে মিলিত হবেন।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় অ্যাকডেমিক কাউন্সিলের সভায় সাংবাদিকতা বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয় ও ৮ মার্চ তা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদন দেয়। একই বছরের ৮ ডিসেম্বর কলা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক হায়াৎ হোসেনকে বিভাগের প্রথম সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে বিভাগের যাত্রা শুরু হয় এবং পরের বছর থেকে শিক্ষার্থী ভর্তি করানো হয় সাংবাদিকতা বিভাগে। যা পরবর্তীতে নাম পরিবর্তন করে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ করা হয়। বিভাগ শুরুর প্রথমদিকে এটি কলা অনুষদের অধীনে থাকলেও পরবর্তীতে তা সমাজবিজ্ঞান অনুষদের অধীনে স্থানান্তর করা হয়। বর্তমানে বিভাগটিতে পাঁচটি শিক্ষাবর্ষে প্রায় ৩৫০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। এছাড়া বিভাগ থেকে পাশ করে যাওয়া অন্তত কয়েক হাজার শিক্ষার্থী দেশে-বিদেশে সুনামের সাথে কর্মরত রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।