চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল আবাসিক হলে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। একই সঙ্গে হলে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন পরিদর্শন করবে হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিনেট কক্ষে প্রভোস্ট কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এ সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সকল হলের প্রভোস্টরাও একমত হয়েছেন। এছাড়া এখন থেকে হলগুলোতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার থেকেই এটি কার্যকর হবে। পাশাপাশি সকল হলের প্রভোস্টকে সপ্তাহে অন্তত একদিন রাতে ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনাও দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।