জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো গত সপ্তাহে CAMON 19 Pro Mondrian স্মার্টফোনটি ভারতের মার্কেটে উন্মোচন করার ঘোষণা দেয়। এ স্মার্টফোনের সবথেকে ইউনিক ফিচার হচ্ছে Polychromatic Photoisomer প্রযুক্তি। এর বিশেষত্ব হচ্ছে সূর্যের সংস্পর্শ পেলে স্মার্টফোনের ব্যাক প্যানেলের কালার পরিবর্তন হতে থাকবে ও রঙের বৈচিত্র্যতা ফুটে উঠবে।
ভারতের রিটেইল শপের পাশাপাশি আমাজনেও এ স্মার্টফোন বিক্রি করা হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে এটির ১২৮ জিবি স্টোরেজের ভার্সনটি মার্কেটে এভিলেবল থাকবে। স্মার্টফোনটিতে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। রেজুলেশন হবে ২৪৬০*১০৮০পি। 12nm এর MediaTek Helio G96 প্রসেসর ব্যবহার করা হবে।
গ্রাফিক্সস কার্ড হিসেবে মোবাইলে Mali-G57 MC2 জিপিউ থাকবে। LPDDR4x প্রযুক্তির ৮ জিবি র্যাম ইন্সটল করা থাকবে। সাথে হ্যান্ডসেটটিতে ১২৮ জিবি স্টোরেজ পেয়ে যাবেন।
মাইক্রো এসডি কার্ড এর মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।
OIS ফিচার সহ মেইন ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। পাশাপাশি 50MP এর Portrait Camera থাকবে। 2x optical zoom সুবিধা ও Quad LED flash এর অপশনও স্মার্টফোনের সাথে থাকছে। সামনের সেলফি ক্যামেরা হবে ৩২ মেগাপিক্সেল। 3.5mm audio jack থাকার কারণে স্বস্তিতে থাকবেন আগ্রহী ক্রেতারা।
33W fast charging সহ ৫০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। ভারতে স্মার্টফোনটির দাম হবে ২২ হাজার রুপি এবং বাংলাদেশে ২৭ হাজার টাকা। মধ্যবিত্তের আয়ের সীমার মধ্যে থাকায় মার্কেটে স্মার্টফোনটির চাহিদা থাকবে ব্যাপক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।