বিনোদন ডেস্ক : ‘মিশন ইম্পসিবল’ সিরিজ দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া হলিউড অভিনেতা টম ক্রুজ এই ফ্র্যাঞ্চাইজিটির ৭ম সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টম। ব্যস্ত সময় পার করলেও সম্প্রতি এবার শুটিং সেটের ক্রুদের উপর বেশ ক্ষেপেছেন এই নায়ক।
জানা যায়, সিনেমাটির শুটিং চলাকালীন সময় দুই ইউনিটের ২ সদস্য করোনা নীতিমালার নিয়ম ভঙ্গ করেছেন। আর এতেই খেপেছেন টম ক্রুজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে এই খবর।
প্রতিবেদনে জানা যায়, দিন কয়েক আগেই সিনেমার শুটিং চলাকালীন সময় ২ জন ক্রুকে করোনা বিধিমালা ভঙ্গ করতে দেখেন টম। আর সেই সময় ক্রুদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তখন টম তাদের উদ্দেশ্যে বলেন, ‘করোনা নিয়মনীতি ভঙ্গ করা আর কখনোই সহজভাবে নেওয়া হবে না। অনেক কষ্ট করে এই সিনেমায় আমরা আবারো ফিরে এসেছি। আমি কখনোই আবার আগের জায়গায় ফিরে যেতে চাই না। আর কখনো এমন কিছু চোখে পরলে তোমাদের চাকরিও চলে যেতে পারে।
আমি অত্যন্ত দুঃখিত এভাবে বলার জন্য। কিন্তু তোমরা যদি কেউ নিয়ম মানতে না চাও তাহলে চাকরি ছেড়ে চলে যাও। আমি কখনোই আমার সিনেমাটি বন্ধ করতে চাই না। কাউকে আক্রান্ত দেখে মন খারাপ করতে চাই না।’
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ২০২১ সালের ১৯ নভেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।