বিনোদন ডেস্ক: কেরালার একটি হাসপাতালে ত্বকের চিকিৎসার বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে প্রবীণ অভিনেতা মরগান ফ্রিম্যানের ছবি! এমন বিব্রতকর ঘটনায় ক্ষমা চেয়েছে হাসপাতাল কতৃপক্ষ। ত্বকের ট্যাগ, আঁচিল, ব্রণ, মোলাস্কাম সহ বিভিন্ন দাগ অপসারণে ভাদাকারা কো-অপারেটিভ হাসপাতালের সেই বিজ্ঞাপনে প্রবীণ অভিনেতার ছবিটি ব্যবহার করা হয়েছিল।
বিজ্ঞাপনটিতে মরগান ফ্রিম্যানের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘একবার সাক্ষাতে সহজ পদ্ধতির মাধ্যমে আপনার ত্বকের ট্যাগ, ডিপিএন, ওয়ার্টস, মিলিয়া, মোলাস্কাম এবং কমেডোন অপসারণ করুন। ’
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় ভাদাকারা কো-অপারেটিভ হাসপাতালের বিপণন প্রধান টি সুনীল বলেছেন, “একজন চর্মরোগ বিশেষজ্ঞ সম্প্রতি আমাদের আউট পেশেন্ট বিভাগে যোগ দিয়েছেন।
হাসপাতালে স্কিনকেয়ার চিকিৎসার যেসব সুবিধা রয়েছে তা প্রচার করার জন্য বিজ্ঞাপন বোর্ড লাগানো হয়েছিল এবং চার দিন রাখা হয়েছিল। স্থানীয় একজন ডিজাইনার এটি তৈরি করেছেন। বিজ্ঞাপনটি দেখে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কেন নেলসন ম্যান্ডেলার ছবি বিজ্ঞাপনের জন্য ছাপা হয়েছে? এরপর শনিবার আমরা তা সরিয়ে ফেলি। ”
তিনি আরো বলেন, “শনিবার বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেও বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আমরা ফেসবুকে আমাদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি। আমরা বুঝতে পারছি যে ফ্রিম্যান একজন মহান শিল্পী। সারা বিশ্বে তিনি প্রশংসনীয় একজন। আমাদের জ্ঞানের অভাব থাকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ”
২০০৯ সালের ইনভিক্টাস চলচ্চিত্রে নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছিলেন মরগান। তাই অনেকেই বিজ্ঞাপনে এই অভিনেতাকে দেখে ম্যান্ডেলা মনে করেছেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটির ছবি ছড়িয়ে পড়লে সকলে হাসপাতালের নিন্দা করেন। মরগ্যান ভক্তরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এমন ঘটনায়। এমন গুণী একজন অভিনেতা সম্পর্কে ধারনা না রাখায় হাসপাতাল কতৃপক্ষের সাধারন জ্ঞানের উপরেও প্রশ্ন তুলেছেন অনেকে।
অস্কারজয়ী অভিনেতা মরগান ফ্রিম্যান স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং গোল্ডেন গ্লোব পুরস্কার সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। আনফরগিভেন, দ্য শশাঙ্ক রেডিম্পশন, মিলিয়ন ডলার বেবি, ইনভিক্টাস, সেভেন, দ্য ডার্ক নাইট ট্রিলজি সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে অভিনেতাকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
নতুন এক ইতিহাস, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।