বিনোদন ডেস্ক : অভিনেত্রী আইরিন অনেক দিন ধরেই প্রকাশ্যে নেই। ফিল্মপাড়া, নাটকপাড়া কোথাও নেই তিনি। ফেসবুকে সচল থাকলেও সেখানে যেন গ্রীষ্মের দুপুরের নীরবতা বিরাজ করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে, আইরিন কোথায়?
গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে : ‘আইরিন উধাও। এ প্রসঙ্গে আইরিনের সঙ্গে শুক্রবার বিকেলে যোগাযোগ করা হয়। উধাও মানতে রাজি নন ‘মায়াবীনি’ অভিনেত্রী। কালের কণ্ঠকে জানালেন তিনি : ‘বিরতি নিচ্ছি, সেটা অল্প হতে পারে আবার পার্মানেন্টও হতে পারে। ‘
আইরিন বলেন, ‘আমি আসলে আমার বাসায়ই রয়েছি। গায়েব হয়ে গেলে নিশ্চয়ই খুঁজে পেতেন না। আমার ফোন সচল আছে। তবে এটা সত্য যে আমি আর অভিনয় করছি না। আপাতত সিদ্ধান্ত নিয়েছি এমনটাই। এটা সাময়িক হতে পারে আবার পার্মানেন্টও হতে পারে। যখন কাজ শুরু করেছিলাম, তখনো জানতাম না যে ক্যারিয়ারে আমি কতদূর যাব। ঠিক এই বিরতিটাও এমন। ’
কারণ জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘কারণ তো অবশ্যই রয়েছে। তবে সেটা পারিবারিক কারণ নয়, এটা নিশ্চিত করে বলতে পারি। মিডিয়ার কারো কারো প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হওয়ায় আপাতত এমন সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য গত মাসের ২০ তারিখেও আমি একটা সিনেমার বাকি কাজ করেছি। তবে এখন আর করছি না। ’
২০০৮ সালে ‘প্যান্টিন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার পাওয়ার পর থেকে শোবিজে যাত্রা শুরু হয় এ নায়িকার। সম্প্রতি আইরিন জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘কাগজ’ ও সাইমন তারিকের পরিচালনায় ‘চৈত্র দুপুর’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন।
‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবীনি’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।