কুয়াডাঙ্গা বিলে চলছে মাছ ধরার মহা উৎসব, খুশি মাছ শিকারিরা

জুমবাংলা ডেস্ক: পানি কমে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন খাল-বিলে চলছে দেশি নানা প্রজাতির মাছ ধরার মহা উৎসব। কেউ পলো দিয়ে, আবার কেউ জালসহ বিভিন্ন উপকরণ দিয়ে এসব মাছ ধরছেন। শোল, টাকি, কই, মাগুর, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে খুশি মাছ শিকারিরা। যাঁরা মাছ পেয়েছেন, তাঁরা খুশি মনে বাড়ি ফিরেছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শতবর্ষী কুয়াডাঙ্গা বিলে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। এটি প্রাকৃতিক মাছের বড় অভয়াশ্রম। ভোরের আলো ফুটতে না ফুটতেই বিলের পাড়ে মানুষের ঢল। কারও কাঁধে পলো, কারও হাতে ঠেলাজাল, উড়াজাল, ধর্মজাল, ডোরজাল, ঝাঁকিজাল, বাদাইজালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নানা উপকরণ নিয়ে মাছ ধরতে নেমেছেন আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ। বৃদ্ধ, যুবক, তরুণের সঙ্গে আছে ছোট্ট শিশুরাও। মাছ ধরার পাশাপাশি চলছে হাসি-ঠাট্টা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ।

গাজীপুর সদর এলাকার বাসিন্দা নাজমুল বলেন, দেশি প্রজাতির মাছের ভান্ডার হিসেবে পরিচিত গাজীপুর। এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে তুরাগ, বংশী, শীতলক্ষ্যা নদীসহ অসংখ্য খাল-বিল। এসব নদী, খাল-বিলের মিঠা পানিতে দেশি প্রজাতির মাছ ভালো হয়। এ কারণে বিলে দেশীয় প্রজাতির শোল, শিং, কই, টাকিসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। বর্ষা শেষে এসব বিলে শুরু হয় মাছ ধরার উৎসব। মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে শৌখিন ও পেশাদার মাছশিকারিরা নেমে পড়েন মাছ ধরতে, যা অনেকটাই উৎসবে পরিণত হয়।

কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকার বাসিন্দা হোসেন আলী বলেন, একসময় অনেক মাছ পাওয়া গেলেও এখন একেবারেই কমে গেছে। বিভিন্ন বিলের নিচু এলাকায় ঘের তৈরি হওয়ায় মাছের আশ্রয়স্থল নষ্ট হয়ে গেছে। তা ছাড়া আগের মতো পানি না হওয়ায় মাছ কম পাওয়া যায়। ধানক্ষেতে বিষ প্রয়োগ, মা মাছ নিধনসহ বিভিন্ন কারণে মাছের প্রজনন কমে যাচ্ছে। দেশি প্রজাতির এসব মাছ রক্ষায় বিভিন্ন বিলে অভয়াশ্রম তৈরি করা প্রয়োজন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ বলেন, গাজীপুরের নদীগুলোর পানি মিষ্টি। তাই এই এলাকায় দেশি প্রজাতির মাছ ভালো পাওয়া যায়। পুঁটি, টেংরা, পাবদা, কই, মাগুর, শোল, টাকিসহ সব প্রজাতির মাছ এখনো গাজীপুরের নদী, খাল ও বিলে পাওয়া যায়। তবে নানা কারণে মাছের পরিমাণ কমে গেছে। মাছের প্রজনন বৃদ্ধিসহ দেশি প্রজাতির মাছ রক্ষায় বিভিন্ন বিলে অভয়াশ্রম করা হবে। এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোসহ নানা উদ্যোগ নিয়ে দেশি প্রজাতির মাছ রক্ষা করা হবে।