বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি মাসের শেষেই নতুন স্মার্টফোনের মডেল যোগ হচ্ছে রেডমি নোট নাইন সিরিজে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সে বিষয়ে টিজার প্রকাশ করেছে চিনা সংস্থা Xiaomi। এর আগেই গত মাসে রেডমি নোট নাইন এবং রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এসেছিল চিনের বাজারে। কিন্তু নাইন সিরিজের বেস্ট সংস্করণের ফোনটি বাজারে আনেনি Xiaomi। এবার সিরিজের বেসিক ফোনটি প্রকাশ্যে আনতে পারে সংস্থা।
করোনাভাইরাস পরিস্থিতিতে বেশ কিছু স্মার্টফোনের লঞ্চ পিছিয়ে দিলেও এ বার ধীরে ধীরে সমগ্র চিনের সঙ্গেই ছন্দে ফেরার চেষ্টা করছে চিনা প্রযুক্তি-পন্য সংস্থাগুলি।
টুইটারে পোস্ট করা টিজার অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসবে রেডমি নোট নাইন। অন্যদিকে চিনে এই ফোনটি Redmi 10X নামেও আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও এই ফোনের ব্যাপারে এখনও কিছু প্রকাশ্যে আনেনি সংস্থা। তবে কিছু চিনা ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে রেডমি নোট নাইন-এর সম্ভাব্য স্পেসিফিকেশন। সেই অনুযায়ী, এই ফোনে থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। থাকতে পারে ৬ জিবি র্যাম। এছাড়া এই স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
সংস্থার বাজেট ফোনের চলের দিকে নজর রেখে মনে করা হচ্ছে রেডমি নোট নাইন-এর দাম চিনে ১,৪৯৯ ইয়ানের আশেপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ২০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।