জুমবাংলা ডেস্ক : সাভারে যাত্রীবাহী বাসে পিছনের সিটে বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর জামার পেছনের দিকের বেশ কিছু অংশ কেটে দিয়েছে মধ্যবয়স্ক এক ব্যক্তি। এসময় জামার কাটা অংশ দিয়ে তাদের শরীরে স্পর্শ করেছে অভিযুক্ত ওই ব্যক্তি। আজ শনিবার সকাল ১১টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অন্যান্য যাত্রীরা।
আটকৃত ব্যক্তি মো. হারুন-অর-রশীদ (৫৩) গাজিপুর জেলার কাপাশিয়া থানার রায়েদ এলাকার মৃত হাশেম আলীর ছেলে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। আমার ফুফাতো বোন একই বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ তে পড়াশোনা করেন। ফুফুর বাসায় যেতে দুজনে প্রান্তিক ফটক থেকে বাসে উঠি। হেমায়েতপুরের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কিছু একটা স্পর্শের অনুভূতি পাই। প্রথমে ভেবেছি হয়তো কেউ পেছন থেকে আমার সিটের পেছনের দিকে পা তুলে বসেছে। ’
তিনি আরো বলেন, ‘আবার একই ঘটনা ঘটলে আমি হাত দিয়ে দেখি আমার জামার পেছনের নিচের দিকে বেশ কিছু অংশ কাটা। আমার ফুফাতো বোনেরও একইভাবে জামা কেটে দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য দায়ী পেছনের সিটে বসা লোকটি সিট থেকে উঠে দ্রুত বাস থেকে নেমে যেতে চাইলে আমার চিৎকারে অন্যান্যরা তাকে ধরে ফেলেন।’
ভরা রাস্তায় খাবার ডেলিভারী ম্যানকে জুতা দিয়ে পিটালেন মহিলা, ভাইরাল ভিডিও
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দায়ের জন্য এসেছেন। মামলা দায়ের করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।