৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। বাংলাদেশের প্রায় সব সেক্টর তখন ভঙ্গুর অবস্থায় ছিল। এজন্য বাংলাদেশে সবকিছু স্থিতিশীল রাখতে বিশেষ করে উন্নয়নে বৈশ্বিক অংশীদার যারা তাদের সহযোগিতা প্রয়োজন।
সে হিসেবে বিশ্বব্যাংক পুনরায় বাংলাদেশের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দেখতে চায়। আর এ ধরনের উন্নয়ন কার্যক্রমে তারা বাংলাদেশের পাশে থাকার আশা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলে বিশ্ব ব্যাংক।
সেখানে কথা বলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের উপরাষ্ট্রপতি মার্টিন রেইসার। তিনি বাংলাদেশে চমৎকার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলে বিশ্বাস করেন। বর্তমানে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কিছু প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের সর্বশেষ অবস্থা কি তা জানতে বাংলাদেশ সফর করেন মার্টিন।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন। ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতিতে সব ধরনের সহযোগিতা করবে বিশ্ব ব্যাংক। তবে বর্তমানে বিশ্ব ব্যাংক সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করছে।
বাংলাদেশে বর্তমানে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতিতে বাংলাদেশ যেসব বিষয়ে সংস্কারে যাচ্ছে সেখানে ধারাবাহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস করেন মার্টিন। তাছাড়া বাংলাদেশের সামাজিক এবং মানব উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মনে করেন। বর্তমানে দেশের শিক্ষা, স্বাস্থ্য, এবং দরিদ্রতার ক্ষেত্রে বাজে অবস্থার সম্মুখীন। এসব বিষয়ে সরকারের ফোকাস করা উচিত বলে মনে করে মার্টিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।