জুমবাংলা ডেস্ক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে। ইতিহাস পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অর্থনীতির ডিগ্রি নিয়েছেন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে। পিএইচডি গবেষণাও করেছেন অর্থনীতিতে। আমলা হিসেবে পেশাজীবনের পাশাপাশি করেছেন শিক্ষকতাও। অবসর নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। এর পর দুটো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পদত্যাগ করেন তিনি।
অবসরের পর তাঁর আবির্ভাব ঘটে লেখক হিসেবে। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর আগের অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আকবর আলি খানে। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ শুরু হলে হবিগঞ্জ পুলিশের অস্ত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে প্রতিরোধ গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেন। মুজিবনগর সরকার তখনও প্রতিষ্ঠিত না হওয়ায় অনেক সরকারি কর্মচারীই লিখিত অনুমতি ছাড়া অস্ত্র যোগান দিতে অস্বীকৃতি জানালে আকবর আলী খান নিজ হাতে লিখিত আদেশ তৈরি করে মুক্তিযোদ্ধাদের অস্ত্র, খাদ্য ও অর্থ যোগান দেবার আদেশ প্রদান করেন। তিনি স্বাধীন বাংলাদেশের জন্য তহবিল তৈরি করতে ব্যাংকের ভল্ট থেকে প্রায় তিন কোটি টাকা উঠিয়ে ট্রাকে করে আগরতলায় পৌঁছে দেন।
আকবর আলি খান দেশের ঐতিহাসিক ও অর্থনৈতিক পরিবর্তন ও অগ্রগতি নিয়ে গবেষণা করছেন। একই সঙ্গে তিনি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে গবেষণা করছেন। আলি আকবর খানের গ্রন্থ ‘হিস্টোরি অব বাংলাদেশ” বা বাংলাদেশের ইতিহাস’ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত।
‘পরার্থপরতার অর্থনীতি’ আকবর আলি খানের গবেষণাধর্মী একটি আলোচিত বই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।