জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফনি’ এর প্রভাবে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ রূটসহ অভ্যন্তরিণ সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডাব্লিউ কর্তৃপক্ষ। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিআইডাব্লিউটিএ’র চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতির আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সারাদেশের লঞ্চ ও নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চাঁদপুর থেকে সকল নৌ-যান চলচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চসহ সকল নৌ-যান চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, বন্ধ ঘোষণার পূর্বে চাঁদপুর থেকে সিডিউল অনুযায়ী যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে গেছে। কিন্তু দুপুর ১২টার পর থেকে সিডিউলের সকল লঞ্চ বন্ধ রয়েছে। ফলে লঞ্চঘাট থেকে ঢাকা ও নারায়ণগঞ্জগামী অনেক যাত্রীকে ফেরত যেতে দেখা যায়।
অপরদিকে ঘুর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় চাঁদপুর জেলা সদরসহ সকল উপজেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ঘুর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা প্রশাসনের সকলকে নিয়ে জরুরি বৈঠক করেছি। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel