চাঁদপুরের হাজীগঞ্জে বিলের মাঝে অবস্থিত একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের পশ্চিম মাঠ (বিল) থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এসময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ দেখে নিখোঁজ বৃদ্ধ নারীর সন্ধানে এসে পরিচয় শনাক্ত করেন স্বজনেরা। তিনি ৭৫ বছর বয়সি ফুলমতি বেগম। পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার উপাধি গ্রামের মিজি বাড়ির মরহুম আশরাফ আলী মিয়াজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, এদিন সকালে নাসিরকোট পশ্চিম বিলে কৃষক ও শ্রমিকেরা কাজ করতে যাওয়ার সময় পুকুরের দিকে তাদের নজর পড়ে। এসময় পুকুরের কাঁদা মাটিতে দেবে থাকাবস্থায় পুতুল ভেবে তারা মরদেহের সন্ধান পায়। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে ফেসবুকে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলার উপাধি গ্রামের নিখোঁজ নারীর সন্ধানে আসেন পরিবারের লোকজন। এসময় তারা বৃদ্ধ ফুলমতি বেগমের শনাক্ত সনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে মরেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নিয়েছে আসে।
নিহত নারীর মেয়ে পিয়ারা বেগম জানান, তার মা মানসিক প্রতিবন্ধী। ৭ দিন আগে তিনি তার মাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। গতকাল শুক্রবার দুপুরে তাকে গোসল করিয়ে রোদে বসিয়ে তিনি পারিবারিক কাজে যান। কাজ শেষে ফিরে এসে দেখেন তার মা ওই স্থানে নেই এবং তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, আত্মীয়-স্বজন’সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও মাকে না পেয়ে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত এলাকায় মাইকিং করিয়েছি। কিন্তু রাতভর কোন খোঁজ খবর পাইনি। সকালে ফেসবুকে খবর পেয়ে এসে দেখি মা এখানে মরে পড়ে আছে। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়া জানান, কাঁদা মাটিতে বড় একটি পুতুল মনে করে এবং পুতুল ভেবে স্থানীয় উৎসুক লোকজন পুকুর পাড়ে ভিড় করে। খবর পেয়ে এসে জানতে পারি নারীর লাশ কাঁদা মাটিতে দেবে আছে। পরে আমি পুলিশকে খবর দেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, ফুলমতি বেগমের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



