Advertisement
জুমবাংলা ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
উপজেলার লড়াইচর গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
মৃত ফরহাদ গাজী (১১) উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লড়াইচর বায়তুননবী দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র ও একই এলাকার বিল্লাল গাজীর ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাকিব জানান, বিকালে মাদরাসা ছুটির পরে খেলতে খেলতে মাদরাসা ভবনের কার্নিস বেয়ে ছাদে উঠলে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। পরে আহত ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যার পর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্তকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।