জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের বড় দু’টি নদী পদ্মা ও মেঘনার পানি সোমবার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত। পানি উন্নয়ন বোর্ডের জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চাঁদপুর মোহনায় সর্বশেষ আজ সকাল ১০টায় পানির লেভেল ছিল তিন দশমিক ৩৫ মিটার, এর আগে ৯টায় ছিল তিন দশমিক ২৭ মিটার, ৮টায় ছিল দুই দশমিক ৯৯ মিটার এর ও আগে ৭টায় পানির লেভেল ছিল দুই দশমিক ১৯ মিটার, ভোর ৬টায় ছিল দুই দশমিক ২৩ মিটার, যা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন জোয়ারের সময় পানির চাপ কিছুটা বাড়বে বলে জানান তিনি। সর্বোচ্চ বিপৎসীমা হলো চার মিটার।
সূত্র : বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।