জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলের হাতের কাঠের টুকরোর আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া (পূর্ব) ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম কাউছারা বেগম (৬০)। তিনি সন্তোষপুর কুট্টি ভূইয়া বাড়ির মাওলানা আবু জাফরের স্ত্রী।
ঘটনার পর অভিযুক্ত ছেলে ফয়েজকে আটক করছে পুলিশ। ফয়েজ মানসিক রোগে আক্রান্ত বলে পরিবারের সদস্যরা জানায়।
স্থানীয়রা জানায়, মা কাউছারা বেগম বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তার ছেলে ফয়েজ একটি কাঠের টুকরো হাতে নিয়ে মাকে আঘাত করেন। এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসেন। তাদের কাছে খবর পেয়ে অন্য দুই ছেলেও ছুটে যান। তারা আহত নারীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাউছারা বেগমের স্বামী মাওলানা আবু জাফর জানান, ফয়েজ প্রায় ১১ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। সে তার মাকে আঘাত করে ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দেয়। পরে বাড়িতে পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।