জুমবাংলা ডেস্ক: লকডাউনের চতুর্থ দিনে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা অব্যাহত ছিলো। শহরে কিছু রিকশা চললেও সিএনজিচালিত অটোরিকশা চলতে তেমন একটা দেখা যায়নি।
গতকাল রবিবার সকাল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত জেলায় স্বাস্থ্যবিধি না মানায় জেলাসদর ও ৭ উপজেলার ইউএনও, সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬০ টি মামলায় ১৬০ জনকে ১ লাখ ৫৭ হাজার ২শ’ টাকা অর্থদন্ড দিয়ে জরিমানা আদায় করেছে। এ সময় সেনাবাহিনীর একটি দল মতলব বাজার থেকে লকডাউন অমান্য করায় ৩ জনকে এবং কাজবিহীন বাজারে ঘুরাঘুরি করার জন্য ২ জনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চাঁদপুর জেলায় স্বাস্থ্যবিধি না মানায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬০ টি মামলায় ১৬০ জনকে ১লাখ ৫৭ হাজার ২শ’ টাকা অর্থদন্ড করা হয়। একইসাথে স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।
এছাড়াও এক সপ্তাহের কঠোর লকডাউনের ৫ম দিনেও চাঁদপুর জেলা সদর ও উপজেলা পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। শহরের লোকজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য মাইকিংসহ প্রচারণা অব্যাহত রয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News , Twitter(X) , Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel