নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরশনের বর্জ্য অপসারণ কাজে বাধা প্রদান, পরিচ্ছন্নকর্মীদের মারধর এবং চাঁদা দাবি করায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্জ্য অপসারণের ঠিকাদার মো. ফাহমিদুর রহমান।
এ ঘটনায় অভিযুক্ত ১৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের উত্তর খাইলকুর পলাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজ গত ডিসেম্বর মাসে শেষ হয়। পরে সিটি কর্পোরেশনে থেকে দরপত্র আহ্বান করা হলে রহম আলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বর্জ্য ব্যবস্থাপনার কাজ পায়। গত ৪ মে ওই প্রতিষ্ঠান বর্জ্য অপসারণের কাজ শুরু করলে পূর্বের ঠিকাদার জামাল খান ও তার লোকজন বর্জ্য অপসারণে বাধা প্রদান করেন। তিনি নতুন ঠিকাদার ফাহমিদুর রহমানের কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের বেধড়ক মারধর করেন জামাল খান ও তার লোকজন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিচ্ছন্নতা কর্মীদের উদ্ধার করে আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় গত ২৮ মে জামাল খানকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করেন ঠিকাদার ফাহমিদুর রহমান। পরে রোববার ১৪ জন আসামি গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত ওই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।