জুমবাংলা ডেস্ক : চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের মামলায় আটক বরিশাল পৌর বিএনপির আহ্বায়কসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন- গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এসএম জাকির হোসেন, সদস্য ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠু।
রোববার বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করার কথা জানানো হয়।
গৌরনদী টরকী বন্দরের ব্যবসায়ী এসএম জামিল হাসান মিঠু সিকদারের অভিযোগ, তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বিএনপির ওই চার নেতা। চাঁদা না দেওয়ায় গত ২২ অক্টোবর রাতে তারা বাসায় গিয়ে মিঠুকে মারধর করে।
বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর থানায় মামলা করেন ব্যবসায়ী মিঠু। মামলার পর অভিযান চালিয়ে সেনা সদস্যরা ওই তিন বিএনপি নেতাসহ যুবদল নেতা সজীব শরীফকে আটক করে।
এর ধারাবাহিকতায় ‘দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে’ তিনজনকে বহিষ্কার করল বিএনপি।
অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সাবেক কাউন্সিলর এসএম জাকির হোসেন বলেন, “আমি কোনোদিনই চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলাম না। আমার নিজ দলের প্রতিপক্ষরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।