আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে এক জাপানি বিলিয়নিয়ার ই-কমার্স ব্যবসায়ী চাঁদে ভ্রমণের জন্য ঘোষণা দেন। সাথে এক চমকপ্রদ ঘোষণাও দেন, উনি এমন একজন ‘জীবনসঙ্গী’ খুঁজছেন যার সঙ্গে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করা করবেন। এমনকি যোগ্য সেই ‘বউ’ খুঁজতে রীতিমতো রিয়েলিটিশো করারও ঘোষণা দেয়া হয়।
যদিও প্রথম দিকে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি তার সঙ্গে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে যাবেন। পরে ‘বউ’ নিয়ে যাওয়ার কথা বলা হয়। আর এজন্য আগ্রহী মেয়েদের আবেদনপত্র পাঠাতে বলা হয়।
কিন্তু আজ এক টুইটার বার্তায় তিনি জানিয়ে দেন, বউ নেয়ার পরিকল্পনা তিনি বাদ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি অ্যাবিমা টিভিকে জানিয়ে দিয়েছি ম্যাচমেকিং ডকুমেন্টারিতে আমি অংশ নিচ্ছি না ফলে এটা বাতিলের অনুরোধ করেছি।’
তিনি আরো বলেন, ‘২৭ হাজার ৭২২ জন নারী, যারা আমার সাথে চাঁদে ভ্রমণের জন্য অ্যাপ্লিকেশন পূরণ করেছিলেন, তাদের আন্তরিক ইচ্ছা এবং সাহসি প্রয়াস আমাকে খুবই অনুতপ্ত করছে এমন একটি স্বার্থপর সিদ্ধান্ত নিতে (বউ না নেওয়ার সিদ্ধান্ত)। আমি জানি, আমি অনেককেই হতাশ করেছি, যারা এই টিভি অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন এবং যারা অ্যাবিমা টিভি’র সাথে যুক্ত তাদেরকেও হতাশ করেছি। আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমার এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য।’
ইয়াসাকু মাইযাওয়া নামের এই জাপানি বিলিয়নিয়ার জুজুটাউন নামের ই-কমার্সের মালিক। স্পেসএক্সের সাথে মহাকাশ ভ্রমণের চুক্তি করে চারদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন ইয়াসাকু মাইযাওয়া।
শোরগোল আরো বেড়ে যায়, যখন ঘোষণা দেন যে, তিনি সাথে একজন সুন্দরী বউ নিতে চান, তাও বাছাই করে। তার সেই ঘোষণায় প্রায় ২৮ হাজার নারী সাড়া দেন। অথচ সকলের আশায় বালি ছিটিয়ে আজ তিনি জানিয়ে দেন, তিনি একাই যেতে চান চাঁদের চারপাশের মহাকাশ ভ্রমণে। জানা যায়, স্পেসএক্সে তিনি ইতিমধ্যেই তার কিস্তির বেশ কিছু টাকা পরিশোধও করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


