
জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার রাতে সাড়ে ১৬ কেজি ওজনের কষ্টিপাথরের একটি দুর্লভ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর ইউএনবি’র।
Advertisement
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, রাত ৯টার দিকে নায়েব সুবেদার আব্দুল বারিকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল আজমতপুর সীমান্তের মোল্লাটোলা নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় সাড়ে ১৬ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
মূর্তিটির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


