জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন।
নিহতরা হলেন- ভোলাহাট উাপজেলার দুর্গাপুরের হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫) ও ইয়াকুব আলী (২২)।
ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দীন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বড়গাছী-রহনপুর সড়কের কলমুগড়া এলাকায় ডাকাতের কবলে পড়ে কয়েকজন ভ্যানযাত্রী। ডাকাতদলের সদস্যরা ভ্যানযাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে যান জাহাঙ্গীর ও ইয়াকুব। এ সময় উত্তেজিত জনতা তাঁদের গাছ থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে।
ওসি মো. শাহিনুর রহমান বলেন, ভ্যানযাত্রীদের কাছ থেকে টাকা ও দামি জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা দুইজনকে মারধর করে। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জড়ো হয়ে ওই দুইজনকে গণপিটুনি দেয়।
ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থাগ্রহণও প্রক্রিয়াধীন।
‘আমার জাদু আমার কলিজায় ফিরে আইছে’, ছেলেকে জড়িয়ে ধরে মায়ের বিলাপ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।