
Advertisement
জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯৮ জন। খবর ইউএনবি’র।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার (এনআইএলএম) ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে আসা জেলার ৫ উপজেলা থেকে পাঠানো ৯৮টি নমুনার ফলাফলে ১০ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
এদের মধ্যে আটজন শিবগঞ্জ ও দুজন সদর উপজেলার বাসিন্দা।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় ৯৮৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন এবং মারা গেছেন ১০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।