Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home চাঁপাইনবাবগঞ্জে ২৪০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা
অর্থনীতি-ব্যবসা পজিটিভ বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৪০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা

rskaligonjnewsMay 14, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এখনও শুরু হয়নি গাছ থেকে আম নামানো। চলতি মে মাসের শেষ সপ্তাহ থেকে আম বাজারজাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক আবহওয়ার কারণে দেশের অনান্য স্থানে আম বাজারে আসলেও এখনও স্থানীয় বাজারে আম নামতে শুরু করেনি। গত দুই বছরের মতো এবার গাছ থেকে আম নামানোর সময়সীমা নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম যখনই পাকবে,তখনই বাজারজাত করা যাবে।

আম

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আম চাষাবাদ করা হচ্ছে। এসব জমিতে গাছের সংখ্যা ৩১ লাখ ৩৭ হাজার ৪০টি। চলতি আম মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।

গত বছর জেলায় ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছিল। সে মৌসুমে জেলায় আম উৎপাদন হয় ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন। ২০২১ সালে জেলায় ৩৫ হাজার হেক্টর জমি থেকে আড়াই লাখ মেট্রিক টন এবং ২০২০ সালে ৩৩ হাজার হেক্টর জমি থেকে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়। আম বাণিজ্যে গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা বৃদ্ধির আশা করছেন কৃষি সম্প্রসারণ। এ বছরে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা আম বাণিজ্যের আশা করছে তারা।

আম চাষি ও বাগানিরা জানান, গত বছর আমের ফলন কম হলেও, বাগান মালিকসহ ব্যবসায়ীরা দ্বিগুণ দাম পেয়েছিল। এই বছর গাছে প্রচুর মুকুল এসেছিল। বৈচিত্র্য আবহাওয়ার কারণে তুলনামূলক কম ফলন হয়েছে। এছাড়াও কিছু কিছু এলাকায় আমের শিলাবৃষ্টিতে আমের ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত গাছে যেগুলো আম আছে, সেগুলো টিকে থাকলে নায্য দামে বিক্রি করে লাভবান হতে পারবেন তারা।

এসব আম বাগান মালিকরা বাজারে ওজন নিয়ে বিড়ম্বনায় পড়েন। তারা বলেন, জেলার যতগুলো আমের বাজার আছে, প্রায় সবগুলোতেই ৪০ কেজির উপরে মণ ধরা হয়। কোনো কোনো বাজারে ৪৫-৫২ কেজিতে এক মণ ধরেন ব্যবসায়ীরা। এছাড়াও আম বহনের জন্য প্লাস্টিকের তৈরি ক্যারেটের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, চলতি বছর আমের জন্য অন ইয়ার বা বেশি ফলনের বছর। এবার বাগানের ৯০ ভাগ গাছে আমের মুকুল এসেছিল। আমের ফলনও ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবার আমের ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি কেজি আম ৬০ টাকা দরে বিক্রি হলে জেলায় মোট ২৪০০ কোটি টাকা আম বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

*কোন আম কখন বাজারে-
আটি-গুটি – মে মাসের শেষ সপ্তাহ।
গোপালভোগ -মে মাসের শেষ সপ্তাহ ।
ক্ষিরশেপাত- জুন মাসের প্রথম সপ্তাহ ।
পালমার- জুন মাসের প্রথম সপ্তাহ ।
বোম্বাই- জুন মাসের দ্বিতীয় সপ্তাহ ।
ল্যাংড়া-জুন মাসের দ্বিতীয় সপ্তাহ ।
ফজলি-জুন মাসের তৃতীয় সপ্তাহ ।
কাটিমন-জুন মাসের তৃতীয় সপ্তাহ ।
হাড়িভাঙ্গা-জুন মাসের তৃতীয় সপ্তাহ ।
আম্রপালি-জুন মাসের তৃতীয় সপ্তাহ ।
ডকমাই- জুন মাসের শেষ সপ্তাহ।
ব্যানানা-জুলাই মাসের প্রথম সপ্তাহ।
বারি-৪- জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ।

এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক।

সাংবাদিকতায় লেখাপড়া, হলেন কৃষি উদ্যোক্ত

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
২৪০০ অর্থনীতি-ব্যবসা আম কোটি চাঁপাইনবাবগঞ্জে টাকার পজিটিভ বাণিজ্যের বাংলাদেশ সম্ভাবনা
Related Posts

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন বিতরণ

December 14, 2025
Bank

জামানত ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত লোন, কিস্তি মাত্র ২,০৭৬ টাকা!

December 14, 2025
Gold

দেশে সোনার দামে বড় লাফ, ভরিতে যত টাকা

December 13, 2025
Latest News

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন বিতরণ

Bank

জামানত ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত লোন, কিস্তি মাত্র ২,০৭৬ টাকা!

Gold

দেশে সোনার দামে বড় লাফ, ভরিতে যত টাকা

Bank

সহজ শর্তে টাকা রাখার সুযোগ, সুদের হার নির্ভর করে সঞ্চয়ের ওপর

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনায় যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ – জেনে নিন পরিকল্পিত বিনিয়োগের কৌশল

দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, উপহার পাচ্ছেন ক্রেতারা

যুক্তরাজ্যে ইতিহাস গড়লেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রিফাত

ব্রাক ব্যাংকের হোম লোন

২ কোটি টাকা পর্যন্ত লোনের সুযোগ, ব্রাক ব্যাংকের হোম লোন নিতে করণীয়

কর্মসংস্থান ব্যাংকে ঋণ

কর্মসংস্থান ব্যাংকে ঋণ পেতে যেসব যোগ্যতা থাকতে হবে, জেনে নিন

Mutual Trust Bank PLC

এখনই আপনার বাড়ির জন্য টাকা নিন, চলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহজ হোম লোন সুবিধা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.