জুমবাংলা ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, আমার ও আমার পরিবারের ৮টি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। আমার বৃদ্ধ মা হয়রানির শিকার হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয়।
তিনি বলেন, সন্দেহের বশবর্তী হয়ে একজন সম্মানিত মানুষের সম্মান ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মো. হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, ঢাকাবাসী তা মেনে নেবে না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাঈদ খোকন এসব কথা বলেন।
গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) আদেশ দেন আদালত।
এ বিষয়ে আজ প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাঈদ খোকন।
সাংবাদিকদের সাবেক এই মেয়র বলেন, আমার পরিবার ও আমরা যদি ব্যবসা করতাম, ব্যবসায় মনোযোগ দিতাম, এই পরিবার বাংলাদেশের শীর্ষ ধনীদের অন্যতম হতো। সারা জীবন এই শহরের জন্য আমার পূর্ব পুরুষরা কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, এক শতাব্দী এই শহরের মানুষের পাশে আছি। আমি যদি ব্যবসা করতাম তাহলে এই শহরের অন্যতম ধনী হতে পারতাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



