জুমবাংলা ডেস্ক: চাকরিচ্যুতির ঘটনায় ২২৭ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবির সাবেক এমডি মাহতাব উদ্দিন আহমেদ।
মঙ্গলবার সকালে বিচারিক আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহতাব উদ্দিন আহমেদের আইনজীবী জানান, রবি আজিয়াটার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন মাহতাব উদ্দিন আহমেদ। গত বছরের ২ আগস্ট পদত্যাগপত্র জমা দেন তিনি। ৫ আগস্ট রবি কর্তৃপক্ষ তা গ্রহণ করে।
এরপরে ৭ অক্টোবর মাহতাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে ২০১৯ সালে ঘটা এক আর্থিক অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করে রবি। যা পরবর্তীতে মিমাংসাও হয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন মাহতাব উদ্দিন আহমেদের আইনজীবী।
আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। তার আগেই ২০২১ সালের আগস্ট মাসে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে ভারপ্রাপ্ত সিইও নিয়োগ দেওয়া হয়। এতে সাবেক এমডি মাহতাব ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করেন।
২০১৬ সালে রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন মাহতাব উদ্দিন আহমেদ। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের সিইও ছিলেন। রবিতে যোগ দেওয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।