চাকরির বাজারে এগিয়ে রাখবে পেশাগত ডিগ্রি

জুমবাংলা ডেস্ক :  দক্ষতা বাড়াতে কাজে দেবে : পেশাগত দক্ষতার ডিগ্রিগুলো চাকরিপ্রার্থী ও কর্মী উভয়কেই চাকরিক্ষেত্রে এগিয়ে রাখবে। বিআইএমের পরিচালক (প্রশিক্ষণ) প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, পিজিডিএইচআরএম ডিগ্রিটি সরকারি বা বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে নির্বাহী থেকে শুরু করে ঊর্ধ্বতন পদগুলোতে কাজের জন্য খুবই উপযোগী। চাকরিরত কর্মীর কাজের দক্ষতা বাড়াতে এবং নতুন চাকরিতে যুক্ত হতেও ডিপ্লোমাটি বেশ ভালো ভূমিকা রাখবে। পিজিডিএফএম ডিগ্রি আর্থিক খাতের কর্মীদের কাজের দক্ষতা বাড়াতে এবং ব্যাংকিং বা আর্থিক খাতে চাকরি পেতে সহায়ক হবে।

এফএমসিজি সেক্টরে যাঁরা মার্কেটিং বা সেলসে কাজ করেন বা করবেন, তাঁদের জন্য কাজে দেবে পিজিডিএমএম। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে যাঁরা কাজ করেছেন বা ভবিষ্যতে কাজ করবেন, তাঁরা ভর্তি হতে পারেন পিজিডিআইএমে। কম্পিউটার সায়েন্স বিষয়ের ডিগ্রিটি (পিজিডিসিএস) আইসিটি সেক্টরে কাজে দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

কোন বিষয়ে ডিপ্লোমা : বিআইএমের খুলনা ক্যাম্পাসের ব্যবস্থাপনা উপদেষ্টা শেখ সজিবুর রহমান জানান, পাঁচটি কোর্স বা বিষয়ে ডিপ্লোমা করাবে বিআইএম।

কোর্সগুলো হলো পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম (পিজিডিএইচআরএম), পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিএফএম), পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মার্কেটিং ম্যানেজমেন্ট (পিজিডিএমএম), পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) এবং পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স (পিজিডিসিএস)।

পিজিডিএইচআরএমে ভর্তি হওয়া যাবে বিআইএমের ঢাকা, চট্টগ্রাম ও খুলনা শাখায়। তবে বাকি চারটি ডিপ্লোমায় শুধু ঢাকা শাখায় ভর্তি হওয়া যাবে। স্নাতক বা সমমান পাস এবং কমপক্ষে সিজিপিএ-২ বা সমমানের ফল হলেই ভর্তির সুযোগ মিলবে।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সদস্য হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
ভর্তি যেভাবে : ভর্তির আবেদন জমা হওয়ার পর সেগুলো পর্যালোচনা করে ভাইভার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের জন্য ৮০ শতাংশ এবং সদ্য স্নাতক চাকরিপ্রত্যাশীদের জন্য ২০ শতাংশ আসন বরাদ্দ। প্রতিটি ব্যাচে (দিবা/সান্ধ্য) কোর্সভিত্তিক আসন ৮০টি।

কোর্সে কী থাকছে : এক বছরে দুটি পর্বে মোট ১০টি বিষয়ে পড়ানো হবে।

প্রজেক্ট ওয়ার্ক/টার্ম পেপার/ইন্টানশিপ, প্রেজেন্টেশন ও ভাইভাসহ মোট ১২০০ নম্বরের মূল্যায়ন থাকবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ক্যাম্পাসের সব ডিপ্লোমার সান্ধ্য ব্যাচের ক্লাস শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং শেষ হবে রাত পৌনে ১০টায়। শুধু ঢাকা ক্যাম্পাসে পিজিডিএইচআরএম ডিপ্লোমাটি করা যাবে দিবা ব্যাচে, ক্লাস হবে সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত। ক্লাস হবে রবিবার থেকে বুধবার সপ্তাহে চার দিন।
পিজিডিএইচআরএম, পিজিডিএফএম, পিজিডিএমএম ও পিজিডিআইএম ডিপ্লোমা ফি দিতে হবে এক বছরে ৪৫ হাজার টাকা। পিজিডিসিএস ডিপ্লোমার এক বছরের ফি দিতে হবে ৫০ হাজার টাকা।