Advertisement
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে শেষ দিনের কার্যক্রম চলবে।
গতকাল পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে ৩৭১ জন ইতিমধ্যে জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা ২১ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
আজ দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবির তাদের প্যানেল ঘোষণার কথা রয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার ড. মুনির উদ্দিন জানান, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পরিবেশ উৎসবমুখর রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।